জয়পুরহাটের পাঁচবিবি উপজেলায় স্ত্রীর সঙ্গে ঝগড়া করে ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেছেন সুকান্ত বর্মন (২৮) নামে এক যুবক।

শনিবার (২৮ সেপ্টেম্বর) সকালে উপজেলার বাগজানা হঠাৎপাড়া নামক এলাকায় এ ঘটনা ঘটে। নিহত সুকান্ত ওই উপজেলার ধরঞ্জী ইউনিয়নের রতুনপুর গ্রামের ছানা বর্মনের ছেলে। 

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, নীলফামারীর চিলাহাটি থেকে ছেড়ে আসা রাজশাহীগামী ‘বরেন্দ্র এক্সপ্রেস’ ট্রেন সকালে পাঁচবিবি স্টেশনের অভিমুখে যায়। ট্রেনটি বাগজানা হঠাৎপাড়া নামক এলাকা দিয়ে যাওয়ার সময়   ঝাঁপ দেন সুকান্ত। এতে কাটা পড়ে ঘটনাস্থলেই মারা যান তিনি।

বাগজানা ইউনিয়ন পরিষদের পাঁচ নম্বর ওয়ার্ডের সদস্য আরিফ হোসেন বলেন, স্ত্রীর সঙ্গে সুকান্তের ঝগড়া হয়। এ নিয়ে ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেন তিনি।

সান্তাহার রেলওয়ে থানার ওসি হাবিবুর রহমান বলেন, ঘটনাটি পাঁচবিবি থানার পুলিশ মাধ্যমে জেনেছি। মরদেহ নিয়ে গেছে তার পরিবার। ঘটনাস্থলে রেলওয়ের পুলিশ পাঠানো হয়েছে।