Watch video 


গাজীপুর মহানগরে খালি বাসায় একা পেয়ে পাঁচ বছরের এক শিশুকে ধর্ষণের পর গলাটিপে হত্যার অভিযোগ উঠেছে।  

বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) সদর থানাধীন ২১ নম্বর ওয়ার্ডস্থ খোলারটেক এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় ধর্ষক সবুজকে আটক করে পুলিশে দিয়েছেন স্থানীয়রা। 

নিহত পাঁচ বছরের শিশু মোসা. আছিয়া ওই এলাকার আলী হোসেনের মেয়ে। আটককৃত সবুজ সুনামগঞ্জ জেলার দিশামপুর থানার করিহাটি এলাকার শাহজাহানের ছেলে। 

জানা যায়, শিশু আছিয়ার মা-বাবা এবং ধর্ষক সবুজ একইসঙ্গে স্থানীয় পরাগের পোল্ট্রি ফার্মে কাজ করতেন। এ সুবাদে খালি বাসায় ওই শিশুকে একা পেয়ে ধর্ষণের পর গলাটিপে হতা করেন সবুজ। বিষয়টি বুঝতে পেরে ধর্ষক সবুজকে আটক করে সদর থানা পুলিশের নিকট দেওয়া হয়। এ ঘটনার বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।