ভিডিওতে দেখা যাচ্ছে ভদ্রমহিলা বিমানের সিটে আসীন। প্রথমে খানিক স্বস্তিতে থাকলেও তাঁর ঘোর ভেঙে যায় ক্যাপ্টেনের হিন্দিতে বক্তব্য শুনে। তিনি নিজের ভিডিও আপলোড করে লেখেন। “যখন আপনি জর্জিয়ার ফ্লাইট বুক করেন কিন্তু যে বিমানে ওঠেন তা ভারতের দিকে যাচ্ছে। সেটা বিমান উড়ে যাওয়ার পর বুঝতে পারেন।”
Social Plugin